মুড়ি ওয়ালা


কোল হারায়ে কাঁকড় পথে জীবন যুদ্ধ দ্বারে,
গল্পে দ্যাখা, অন্ত ফাঁকা, পাটশালা মূল পাড়ে।  
প্রবেশ পথে টিন পেটানো শ্মশ্রু পুরু মুখে,  
মুড়ি ওয়ালার মিষ্টি হাসি শূল বিধেছে বুকে।


ঘণ্টা পেটা দপ্তরী তাঁর মিষ্টি মাখা মুখ,
হঠাৎ দমকা স্মৃতির হাওয়ায় ফুঁপায়ে কাঁদে বুক।
কঠিন দাবির সহজ বেতে, নির্দয় ভালোবাসা,
সান্ধ্য কালীন দিগন্ত পারে, আচমকা ফিরে আসা।


বর্ণমালার ছন্দে গাঁথা কল্প ছড়ার মন্ত্র সূর,
বজ্রপাতের আলক পথে নিখোঁজ পাতায় সুখ বিধুর।
কালোর পরে সাদার আঁচর শিক্ষা গুরুর হাতে,
সাক্ষ্য দানি হাতুর দণ্ডে কম্পিত স্মৃতি পাতে।


গুরুর খাতায় লঘুদণ্ড ভণ্ড ছলা কলায়,
ধূপের প্রলেপ দগ্ধ কোঠায় নব্য প্রদীপ জ্বালায়।
কচি প্রাণের সাথীর বহর হট্টগোলের আসর
জীবন ধারার রম্য গুহায় ছিন্ন নাড়ীর বাসর।


প্রাকপ্রচ্ছদ আড়াল করা নুতন বইয়ের মলাট
প্রথম প্রেমের পাটশালা ঘর পুষ্পে মেখেছে ললাট।  
প্রশ্ন পত্রের ঘ্রাণ স্বাদ স্নানে গতিশীল হৃৎপিণ্ড,
পন প্রস্তুতি লণ্ডভণ্ড, রক্ষে সামাজিক মানদণ্ড।    


ক্লান্তপ্রায় প্রলয় পথিক মলাটের ভারে নত
মূল খুঁজে ফেরা আকুতির গানে ক্রন্দনে অবিরত!
সায়াহ্নে পথিক একান্তে খোঁজে ফেলে আসা পাঠশালা
চির সুখ মাখা ছুটির ঘণ্টা! শ্মশ্রুত মুড়ি ওয়ালা !