আপোষহীন


বাবুর হাটে বাবুর বুঝি প্রাপ্তি সুখের বাণ!
শরীর মজ্জা অক্ষত তাও নিখোঁজ দুখান কান।
ওষ্ঠ কোনে স্বস্তি হাসি চক্ষু ভরা জল,
পেশী গুচ্ছ স্ফীত তাও অঙ্গেতে নাই বল।


কণ্ঠ ধনু ঘণ্টা বাজায় শব্দ যায়না শোনা
পাপের সাগর সাঁতার শেষে গায় লাগেনা গোণা।
বক্ষ খাঁচয় দক্ষ পেশী শীতল হৃৎপিণ্ড
মৃৎ গভীরে মূলের প্রসার নীরস ভিত কাণ্ড।


বাবুর ব্যাটা, ব্যাটার ব্যাটা, বীর্য খালি থলে,  
হৃদয় ভরা স্নেহের বহর, চোখ ভেজেনা জলে।
দয়ার সাগর লোক দ্যাখানো, আড়াল মরনাস্ত্র
নীতি, যুক্তি, কবর তলে, লেবাজ ধারী শাস্ত্র।  


ন্যায় ভিজানো মানশ পুরুষ ধোঁকা ধনুক দৃষ্টি  
দিবালোকে শান্তির দূত পিপায় পাপের কৃষ্টি।  
স্বার্থ ত্যাগী, মহা অনুরাগী, লোলুপ দুষ্ট প্রাণ,
কষাই কঠিন প্রতিহিংসায় গায় সাম্মের গান।

চলার গতি চক্ষু ধাঁধাঁয় কোমর বাধা বেড়ী
অকুতভয় প্রলয় পুরুষ আড়াল অঙ্গে নারী।
ব্যাক্তি সত্ত্বা, বুদ্ধিমত্তা, আপোষ ত্যাগী নেতা,
বাবুর হাটে বিক্রি হতে খুঁজে ফেরেন ক্রেতা।