প্রতিবিম্ব


প্রতিবিম্ব দেখবো বলে আয়নার রাখি চোখ
অন্তরে আমি আড়াল তবু স্বচ্ছ দেহ নখ ।
নগ্ন ত্বকের লোমকূপ বেয়ে শরীর শিল্প দেখা
মনের গভীরে পাপ পিঁপড়ার গদ্য নেইতো লেখা !


কুৎসিত কালো ইচ্ছা নদী অজ্ঞ্যাতে বহমান
প্রতিবিম্বে দীপ্তি লুকায় সুব্রত শয়তান !
নকল সাজের প্রলেপ মেখে পরিপাটি মুখো ছায়া
হৃদয় তলে অন্ধকারে অচিন দ্বিপের কায়া !    


স্থির ছবি রবির আলোকে একপেশে রচনায়  
সুক্ষ কোনে আপন মনে নীরবেই বয়ে যায় ।  
অন্তরটারে দেখার আশে আয়নায় ফিরে যাই  
দেহ কোষের নির্ভুল ছাপে, গভীরের আমি নাই !  


ভিতরে আমার হাজার ছবি ইচ্ছা তুলিতে আঁকা
বাহিরে কেবল সাদা ক্যানভাস অন্তর সার ফাঁকা ।  
আমারে চিনিনা আমারে দেখে প্রতিচ্ছবির পড়ে
আরশি আমার কাচারি ঘরে, নিখোঁজ অন্তরে।