এমন একটা নিশুতি রাত, আকাশে চাঁদ নেই
একটা গভীর আঁধার,
ঘর ময় শুধু সিলিং ফ্যানের আওয়াজ।
একটা পুড়ে যাওয়া সিগারেটের জ্বলন্ত শেষ আগুন;
শেষ সূর্যাস্তের মতোই তেজ নিয়ে জ্বলছে এখনো।


একটা মুখ,
তোমার, তোমার মুখ,
ঘুমাতে দিচ্ছে না কিছুতেই…


ধীরে ধীরে নিভে গেলো সিগারেটের আগুন
সারা ঘর ভরে গেলো সাদা ধোঁয়ার মেঘে
সিলিংটা যেন আকাশ-
সে আকাশে একটাই চাঁদ;
তোমার মুখ।
______~_____