বাসস্থান সংকটের লাগি
কিংবা গ্রীষ্মের দাবদাহতে পড়ে,
চড়ই দুটি হন্যে হয়ে ঘোরে
ঘুলঘুলিতে বসত তাদের গড়ে।

জড়ো করে টুকরো খড়ের কুটো
শক্ত করে ঠোঁটটি দিয়ে চেপে,
বাসাখানি একটু একটু গড়ে
থাকার মতো জায়গাখানি মেপে।

ছোট্টো একটি বাসা তৈরী করে
পেলো তারা মাথা গোঁজার ঠাঁই।
ভাবলো তারা কষ্ট বুঝি শেষ,
দুঃখ আর লেশ মাত্ৰ নাই ।

একদিন এক বিকট আওয়াজ হলো
বাসায় তখন মা পাখিটি বসে,
নিচের দিকে তাকিয়ে দেখে সে,
রক্তে তখন বাবা পাখি ভাসে।
বাসায় তখন ছোট্টো ছোট্টো ছানা
নিচে তাই আস্তে প্ৰবল মানা।

ঘাড় ঘুরিয়ে একদিক সেদিক দেখে
উপায় কিছু পাচ্ছিলনা সে খুঁজে।
বিধাতার এই নিষ্ঠুর পরিহাস,
মাথা পেতে নিল মুখটি বুজে।