জীবন যুদ্ধে হাজার কষ্ট
সহ্য করে কে বা ?
বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে,
সেইতো আমার বাবা।
অভাব তাহার নিত্যসঙ্গী
সুখের যে খোঁজ নাই।
জীবন পথে কষ্ট অনেক
ক্লান্ত বাবা তাই ।
ছেলে মেয়ের সুখের লাগি
দেয় বিভূঁইয়ে পাড়ি।
দিন কেটে যায় এমনি করে
সংসার সুখ ছাড়ি।
নিজের বাড়ির অতিথি সে
ঘর হয়েছে পর।
বুক চিতিয়ে আগলে রাখে,
আসুক যতই ঝড়।
আপন জন কষ্ট দিলে
ব্যাথা অনেক বেশি।
তবুও কেমন করে বাবার,
মুখে সদাই হাসি?
দেয় যে তাকে কষ্ট যারা,
জীবন পথ জটিল করে,
এমন বড়ো মনের মানুষ,
সুখ খুঁজে, তাদের তরে।
রক্ত জলে অর্থ তাহার
সৎ পথেতে আয় ৷
এবার বলো বাবার ঋণ
কেমনে ভোলা যায়?