মা গো তোমার ভাগ্য বড়ো
এমন ছেলে তৈরি করো,
রক্ষা করতে তোমায় শুধুই
জীবন তাদের বাজী ধরো।
তাদের কাছে তুচ্ছ জীবন
বাঁচার মানে শুধুই তুমি।
তাদের রক্ত,তোমার গায়ে
মা গো তুমি খুব পাষাণী ।
এল. ও. সি আর সিয়াচেনে
ওরাই তোমায় রক্ষা করে।
পরিবর্তে শরীরে তাদের
অসংখ্য ছেদ, বুলেট ভরে।
তিরঙ্গার ওই কফিনেতে
বন্দী মা যে তোমার ছেলে।
মা গো তুমি ভাগ্যবতী
বীর সন্তান জন্ম দিলে।
গান স্যালুটেই সব শেষ মা
প্রাপ্তি শহীদ তকমাখানি।
বলো এবার কী হলে মা
অপমানিত না অভিমানী?