মুখের ভাষা প্রথম শেখা
সেই তো আমার শিক্ষা শুরু।
মা, মা বলে প্রথম ডাকা
মা যে আমার শিক্ষাগুরু।

হাত ধরে তার চলতে শেখা
বাস্তব জ্ঞান লাভ করি।
সেই খানেতে জীবন শুরু
বাবার কাছেই হাতে খড়ি।

এদিক সেদিক বেড়াই ঘুরে,
যার কাঁধেতে চেপে আমি।
পরিবেশকে চিনতে শিখি
দাদু তুমি ভীষণ দামী ।

ছেলেবেলার গল্পঃগুলো
তার কাছেতে প্রথম শোনা।
রূপকথা আর পক্ষীরাজের,
ঠাম্মি তোমার নেই তুলনা ।

সবাই ভালোবাসে আমায়,
আমিও ভালোবাসতে পারি।
এরাই প্রথম শিক্ষা গুরু,
জীবন পথের মূল দিশারী।