ভাবনাগুলো কাটছে আঁকি-বুকি
মনের ভেতর উথাল পাথাল ঢেউ।
স্মৃতির মধ্যে জড়িয়ে আছো তুমি,
নিরাশ্রয়ের নেই কোথাও কেউ।
তোমায় নিয়ে ভাবনা যতই আসে,
সময় আসে জোয়ার হয়ে ধেয়ে।
মরচে পড়া স্মৃতির আঁকিপট,
হারায় কেবল স্রোতের সাথে বেয়ে।
জীবন ভাঁটায় বিলুপ্ত প্রায় তুমি,
হারিয়ে গেছ সময় স্রোতের ভিড়ে।
চেনা মানুষ পর হয়েছে আজ
ঠাঁই নিয়েছো অন্য কোনো নীড়ে।
উষ্ণ বরফ তৈরি অশ্রু জমে
চোখের তলায় কালশিটে সব রেখা।
গহীন মনে ঠাঁই পেয়েছো তুমি,
জীবন পথের পথিক আমি একা।