নিঝুম রাতে শান্ত যে সব
শান্ত সারা দেশ।
চাঁদমামা ধরেছে তার
শুভ্র বরণ বেশ।
তারাগুলো জ্বলছে সদাই
নেই তো তাদের ছুটি।
জোনাকিরা দেখেই তাতে
খাচ্ছে লুটোপুটি।
ভাবখানা তার এমন যেনো,
পাল্লা দেবে তারার সাথে।
ওরা কেনো জ্বলেনা দিনে?
শুধুই কেনো জ্বলে রাতে?
বৃষ্টি রাতে আকাশ যখন,
মেঘ খানাতে থাকে ঢাকা ।
আমরা শুধুই বেড়াই উড়ে
ওদের কেনো পাইনা দেখা?
মোদের মতো কেনো ওরা
পারে নাকো কোথাও যেতে?
সারা জীবন এক জায়গায়
শুধুই কেনো দাঁড়িয়ে থাকে?
নাম তো ওদের অনেক ছোটো
আমাদেরই নামের থেকে।
তবুও কেনো বড়ো বলে
হাঁ করে সব তাকিয়ে থাকে?
রোদ বৃষ্টি সহ্য করে
আছি মোরা মাটির বুকে।
ওরা আছে আকাশেতে
দিন কাটাচ্ছে দিব্যি সুখে।
যাবো মোরা ওদের কাছে
বলবো "তোদের নেই হেথা ঠাঁই ।
চলে যা তোরা অন্য কোথাও
আমরা জীবন সুখে কাটাই” ।