দুপুর থেকে মনটা মাগো,
এমন কেন করছে বলো?
কাল তো সবই ঠিকই ছিলো
আজ সারাদিন কি যে হলো ?

মা যে হেসে বলল উঠে
কি ভয়ানক ব্যাপার খানা,
আমার ছেলের মনকে নিয়ে
কার সে সাহস এমন টানা?

আমি তখন বলছি, "মাগো,
সহজ করে বুঝিয়ে বলো,
কি হয়েছে মনের ওপর?
কেমন করে এমন হলো?"

শুনেই মা বলল, “খোকা,
আজ কি কারোর,
পেয়েছো দেখা?
মনের উপর প্রবল বেগে
জোর খাটাচ্ছে তার"
আমি বলি, "মাগো, এর
কি হয় প্রতিকার?"

বলল হেসে মা যে আমার
"এর তো কোনো নাই প্রতিকার,
মন যে রে তোর পুরোপুরি
হয়েই গেছে চুরি।"

আমি শুনেই আঁতকে উঠি
বলি,"মাগো, বলছো একি?
মন কি আমার সত্যি সত্যি
হয়েই গেছে চুরি?"

"বোকা ভাবছো আমায় তুমি
মনের চুরি হয়না জানি।
সে তো থাকে প্রাণের মাঝে
কেমন চুরি হবে?"

মা বললো," থাকবে রে তোর
ভাববে কথা অন্য কারোর।
জানবি তখন মন যে রে তোর,
হয়েই গেছে চুরি।"

অবশিষ্ট মনকে নিয়ে
এখন কি যে করি?
বলোতো আমি সেই চোরকে
কেমন করে ধরি?