কষ্ট করে পালন করে,
মাথা ভর্তি দুঃখের বোঝা।
ঠিক তেমনই তার মতনই,
অতি সহজে যায় না খোঁজা।

মন্দিরেতে থাকার কথা,
সংসারেতে বন্দি সে যে,
দিনগুলো তার ঠিক চলে যায়
কাপড় কেচে,বাসন মেজে।

ছিন্ন ভিন্ন বসন তাহার,
পরিপাটির বালাই নেই,
দূর থেকেও ঠিক সাড়া পাই,
মা- মা বলে ডাকি যেই।

ঘুম ভাঙানোর প্রতিযোগিতায়,
সূর্য অনায়েসেই হারে,
ভোরের থেকে সেই যে শুরু,
শেষ হয় কাজ রাতের পরে।

যতই সে যে অসুস্থ থাক,
গ্রাস করে না ক্লান্তি তাকে।
শত বছর সুস্থ রাখুক,
সবার ঘরের,সবার মাকে।