বিশ্ব জুড়ে শোকের ছায়া
বাতাসে ভাসে কান্না ধ্বনি।
লুটিয়ে আছে নিথর কায়া,
কোন পাপেরই হিসাব গুনি?

অতিমারীর করাল গ্রাসে
যখন নিনাদ ডঙ্কা বাজে,
দেবতারাও ঘুমিয়ে আছেন
ঘুম কি তাদের এখন সাজে?

অব্যাহত মৃত্যু মিছিল
পরিত্রাণের উপায় নাই।
শ্মশান কিংবা গেরোস্থানেও
হচ্ছেনা যে তাদের ঠাঁই ।

হয়তো কখনও এমন হবে
পাশে থাকার লোক না পাবে
অতিমারীর বিভীষিকায়,
শূন্য ধরা কেবল রবে।