এক দিন ঘুমোবো চিরনিদ্রায়
এক দিন ঘুমোবো শান্তিতে,
চোখ দুটো খুলবেনা আর কোনোদিন
বার্তা ছড়াবে দিকে দিকে।

এক দিন ঘুমোবো চিরনিদ্রায়
উড়ে যাব মেঘেদের কাছে,
ফিরবনা বলে আজ ঘুমিয়েছি আমি
তাই কেউ ডাকো নাতো মিছে।

এক দিন ঘুমোবো চিরনিদ্রায়
রাখবোনা কোনো কিছু মান,
তোমরা ঝরাবে যত অশ্রু অবিরত
প্রাণহীনে আছে কোনো দাম?

এক দিন ঘুমোবো চিরনিদ্রায়
জানিওনা কয়েক জনাকে শুধু,
তারা অফুরান ভালোবাসে জানি
তাই মোরে ক্ষমা করো প্রভু।