আমি বিদ্রোহী,আমি দুর্বার
আমি প্রবল এক মহাকার।
আমি সত্যের জন্য করি পণ
মিথ্যারে ছাড়ি হুংকার।

মিথ্যার সাথে চলি না আমি
সত্যেরে দেখাই পথ ।
জীবনের এক দুর্জয় রাতে
আছে জানি মর মত।

আমি নিঃস্বের সাথে বন্ধুত্ব করি,
দুর্বলেরে পথ পার।
সমাজকে আমি আনবো ন্যায়ে
এই আমার অঙ্গীকার।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়ি আমি
সাধারণ মানুষ হয়ে,
নিশ্চুপ আমি থাকতে পারিনা
রাজনীতিদের ভয়ে।

আমি বাঁচতে চাই না মৃত্যুভয়ী,
এক কাপুরুষ হয়ে।
আমি বাঁচতে চাই মৃত্যুর সাথে
মৃত্যুকে শুধু সয়ে।