আজকে আমি অতীত,
তুমি আমায় গেছ ভুলে।
হঠাৎ করে আমায় ফেলে,
কোথায় গেলে চলে?

আমায় ফেলে একা করে
আছোই তুমি সুখে।
হয় যে কষ্ট মনের মাঝে,
পাই যে ব্যথা বুকে।

পাষাণ সম হৃদয় তোমার,
কঠোর তোমার মন।
ভালোবেসে ঠকিয়ে গেলে
পেয়ে অন্যজন।

আমায় ফেলে একা করে-
যাওনা তুমি যেই সে ঘরে,
সেই ঘরেতে জ্বলতে দেখবে
আমার চিতার আগ ।

তখন তুমি ভাববে বসে
আমার কথা অবশেষে।
একা ফেলে এসেছি তারে,
করিনি সুখের ভাগ।

আমায় ফেলে একা করে
যাওনা তুমি যতই দূরে,
থাকবো আমি তোমার কাছেই
তোমায় আপন করে।

তোমার স্মৃতি নিয়েই আমি
বাঁচবো চির সুখে।
থাকবে তুমি মনের মাঝে,
আমার গভীর বুকে।।