ভ্রমরের গুনগুন,
পাখিদের কলতান,
বাতাসের শনশন,
ভালো করে মনপ্রাণ।
রাঙা মেঘ ছুটে যায়,
স্থির নেই গতি তার।
অপরূপ পরিবেশ,
শোভা পায় চারিধার।