যখন আমি যাব মরে,
থাকবি রে তুই সুখে।
ফেলবি মুছে আমার স্মৃতি,
রাখবি না আর বুকে।

খেই হারানো ভাবনাগুলো
করবে না আর ভীড়,
অথৈ জলে যাবে ভেসে
ছোট্ট সে  তোর নীড়।

জমাট বাঁধা কষ্টগুলো
চোখের জলে মেশে,
অশ্রু হয়ে পড়বে ঝরে
একলা অবশেষে।

তখন যে তুই একলা হবি,
চলার পথে কেউ না পাবি,
ভাবলে বসে আমার কথা,
ভুল করবি খুবই।
আমি তখন অচিন পুরের -
অস্তগামী রবি।

চন্দ্র- সূর্যে করবো খেলা,
কেটে যাবে আমার বেলা।
আমার কথা ভাবলে পরে
থাকবি বসে তুই একলা,

ভাবলে কি আর আমায় পাবি?
আমি তখন অনেক দূরে,
বাতাস হয়ে থাকবো আমি,
রাখবো আমি তোকে ঘিরে।