আমি হতে চাই, হরিশ কিংবা কনক
আমার স্কুলের ছোট্ট ছোট্ট কুঁড়ি।
চাইনা আমার বয়স খানা বাড়ুক,
চাইনা হতে খিট -খিটে বুড়ো বুড়ি।
চঞ্চল তাদের সরল সাদা মন
ছুটো ছুটিতে ব্যাস্ত সদাই তারা।
অপরিষ্কার পোশাক তবুও ভালো,
মনটা তো নয় নোংরা দিয়ে ভরা।
মাথায় তাদের নেই তো চিন্তা কিছু
পরিস্থিতি জানতে তাদের মানা।
কান্না হাসি সদাই লেগে থাকে,
বাবা মায়ের ধমক তাদের জানা।
মন যেটা চায় সেটাই তারা করে
সবাই তাদের যতই বারণ করো।
রুখতে পারেনা কোনো কিছুই তাদের,
হয় যদিও বিশ্ব-খানা জড়ো।
ইচ্ছে করে ছোট্ট কুঁড়ির মত
ভোরের আলোয় ফুটবো সবার আগে।
হালকা হওয়া দুলিয়ে যাবে যখন,
শরীরে নয় মনেও দোলা লাগে।