ভালোবাসা, তুমি কি শুধু কবিতায় ?
লাল গোলাপে, যেখানে পাপড়ি ছড়িয়ে পরে আকাশে |


ভালোবাসা ,তুমি কি শুধুই শরীরী প্রকাশে ?
প্রতীকী হয়ে ছিনিমিনি খেলো বছর এর পর বছর
তুমি কি অন্ধের মতো ভালবেসে যাবে
চোখের পর্দা কি সরাবে না ?


ভালোবাসা, তুমি কি প্রতি বারের মতো
উদযাপন করবে ছক ভাঙা উচ্ছ্বাসে ?
চোখে ঠুলি পরে ?
তুমি কি হিংসা আড়াল করে মাতবে আনন্দে
ঘৃণা কে উপেক্ষা করবে ?
তুমি কি ওজোন স্তরের ছিদ্র মেরামতি করে দিয়ে
অতিবেগুনিরশ্মি শুষে নিতে পারো না ?


ভালোবাসা,তুমি কোথায় ?
যুদ্ধ বির্ধস্ত সিরিয়ায় ?
কিংবা গাজা ভূখণ্ডে ?


ভালোবাসা, তুমি যুদ্ধ কে কেন ঘৃণা করোনা ?
বুদ্ধের শান্তিতে নিস্তরঙ্গ হয়ে কখনো কেন ভালোবাসো না ?
ভালোবাসা, হিংসা ঘৃণাকে প্রশ্রয় দিয়ো না
সাদা কালোর বিভেদ এক লহমায় ভুলিয়ে দিতে পার না ?


ভালোবাসা, তুমি সন্দিগ্ধ দৃষ্টিতে
সীমানায় দাঁড়িয়ে কেন করো করমর্দন ?
তা কি শুধুই লোক দেখানো ?
সবটাই অপ্রেমের  আগুন ?


ভালোবাসা, তুমি তোমার নৈসর্গিক মোড়ক খুলে ফেলো
নিজেকে জাহির করে বলো তুমি সবারই
তুমি সার্বজনীন হয়ে বল এ আমার তোমার নয়
বিশ্ব মানবের জন্য,  ঘৃণা নয় |
নয় হিংসা শুধু নিস্বার্থ নিখাদ ভালোবাসা ,
যেখানে আবেগ আর মানবতা মাখামাখি করে
হিংসা ছুটে পালায় এ কশো আশি ডিগ্রি দূরে নির্বাসনে |