একবার গর্ব করে তুমি বলো,
পৃথিবীর বৃহত্তম গণ তন্ত্রে চলো I
বাইরে থেকে সব যে সাদা,
তার নীচে তে সবই  কাদা I


গণতন্ত্রের উৎসবে,
মাতবে বৈভবে I
ছড়াবে যত নোট,
বাড়বে ততই ভোট I


পর্দার আড়ালে লুকিয়ে কুশীলব,
ওই হাত ধরে আসবে তোমার বিপ্লব I
তাকিয়ে থাকো অপলক,
দেখতে পাবে এক ঝলক I


সুক্ষ  বিভাজন ধর্মে ধর্মে,
বুঝতে পারি মর্মে মর্মে I
তাতেই পাবে তুমি ফায়দা,
জানি তাই তোমার কায়দা I


ঘোষিত হবে অনেক ভেট,
কাটবে গরীবের পেট I
সংখ্যাতে বিজয়ী তুমি,
পূজিত হবে নতুন ভূমি I