রাস্তায় চাপ চাপ রক্ত, এখনো ধোয়া হয়নি
গুটি কয়েক কৌতূহলী ইতি উতি
চাপাস্বরে কি হয়েছে ?
উত্তর নেই, সবাই যেন ভীত, সন্ত্রস্ত |
মকবুল এর বাড়ি থেকে ভেসে আসে চাপা কান্নার আওয়াজ
দেড় বছরের ছেলেটা বারান্দায় খেলছে |
বাবার কোলে আর উঠবে না
জানতে পারল না বাবার নিথর শরীর
আজ রাজনীতির কারবারি দের হাতে
সিরাজুল এর দলবল নাইন এমএম দিয়ে
একেবারে ঝাঁজরা করে দিয়েছে |
দেড় বছরের লিটন একমনে খেলছে
একদল উল্লসিত হয়ে নিজের দলের একটা লাশ পেয়ে
বাড়িয়ে দিলো রাজনীতির মাইলেজ |
শকুন এর মতো ঘুরে শুধু খোঁজ |
নেতা সুরক্ষিত, কিন্তু যারা নেতা বানালো তারা উপেক্ষিত ,
পোস্টমর্টেম হবার আগেই নিথর শরীর রাজনীতিবিদ এর ঘরে
ভিতর এ নেতার অহংকার, ভোট এর আগে অপ্রত্যাশিত অলংকার |
জনসমক্ষে নেতার কুম্ভিরাশ্রু , নেতৃত্বের পিঠ চাপড়ানো
দেখিস ক্ষমতায় এলে সব কেস মিটিয়ে দেব |
সিরাজুল আশ্বাস পেয়ে আর দেরি করেনি,
অগ্রিম আগেই পেয়েছিল |
লাশের রাজনীতি তারপর লাস্যময়ী নাচ | আরো লাশ চাই |
গুটিকয়েক গণতন্ত্রের স্তম্ভ , লিটন এর বাড়িতে পৌঁছয় দলের ত্রাণ
ছোট লিটন খেলতে থাকে | রাজনীতির কারবারিরা ফুলে ফেপে ওঠে
উল্লাসে চাপা পড়ে থাকে কত জিজ্ঞাসা |