অস্পৃশ্য নভে ওড়ে ,ঈশ্বরের পোষা শকুন
ধর্মের শহরে ঘুরে মিথ, ফ্যানেটিকের হীন
মনে হচ্ছে আমি এখন একটি দাঙ্গার মীন ।


নৃশংস হাতে বন্দুকের শাসানি ধর্মান্ধ ধৃত
বাতাসে কান্না শহর বিবর্ণ বিশ্বাস হয় মৃত
মনে হচ্ছে আমি এখন একটি দাঙ্গার বৃত্ত ।


ওরা আমাদের বন্ধু নই, নই কোন পড়শী
ঘৃণায় থুতু ওদের মুখে যেনো দিয়ে হাসি
মনে হচ্ছে এখন আমি একটি দাঙ্গার শার্সি ।


এক উঠোনে ভারতীয় আমরা, আমরা অভী বাঙালী
বিভেদের মাঝে এক সুরে গায় ঐক্যতান গীতাঞ্জলী ।


মনে হয় এখন নয়-তো আমি নয়-তো আর দাঙ্গাবাজ
নজরুলের ভারতে আমরা দুটি ফুল , সুরেলার সাজ ।