আমি আমার মস্তিস্ককে ঘৃণা করি
আমার যোগ্যতার ভাবনা , ভাবতে শেখায়নি ব’লে ।


আমি আমার হৃদয়কে ঘৃণা করি
ভালবাসার শর্ত অনুযায়ী
ভালবাসতে শেখায়নি । অনুপাতে ।


আমার নিস্তেজ । শান্ত । নির্বেদ শরীর
এতটা মূল্যহীন । মিথ্যা ।
মস্তিস্ক ও হৃদয়
আগে কখনও বলে নি । শেখায়নি ।