আমার ছোটবেলা , বড়োবেলা নেই ,আছে দুঃখবেলা
সূর্যের ছায়ায় সে বেলা শহরময়
পদ চিহ্ন আঁকে । বেড়াল নিশব্দে


দুঃখরা কষ্ট হয়ে আমার দেহ পাহারা দেয়
পাহারা দেয় , আমার ঘর, উঠোন, ডাইনিং টেবিল
পাহারা দেয় , নৈশব্দে চলে যাওয়া সুখ-কে
আমার সুখ নির্লজ্জ , নীচ । কষ্টদের মত দু’হাত ভরে দেয় না । আমার কষ্ট-রা অকৃপণ ।


আমার বেদনারা কাঁদে নিখুঁদ রেখা চিত্রে
হাত-পা ছড়িয়ে ছিটিয়ে , নদীর কাছে অশ্রু চেয়ে
আমার যন্ত্রণারা বাজে , বাদ্য যন্ত্রের তারে । আনন্দ অশ্রু গানে , বেহাগ শ্রুতিতে ।
আমার কষ্টের পাজরে বর্ষার মৌসুমি বায়ু ,
ঝড়ে পড়ে ঝর্ণা মর্মরে । ঘরহীন অন্ধকারে ।


অবশেষে , সে আমার দেহে ফুটফুটে নিথর সকাল
অনিদ্রা বালিশে চাপা পড়া আমার ঘুম ভাঙা ।


ভাল থেকো কষ্ট , সুখে থেকো আমার ক্ষত শুষে । সময় পেলে-
আমায় কবিতা উপহার দিয়ো নোটবুকে
পথিক ভেবে বসতে দিয়ো তোমার উঠোনে ।।