আমি , তোমার একমাত্র ছেলে,
কিন্তু পৌঁছলাম সবার শেষে,
দীর্ঘ প্রতীক্ষা তোমার শরীরের শেষ উত্তাপ টুকুও শুষে নিয়েছে।
তোমার বুকের ওপর তোমার প্রিয় লাল পতাকা ,
তোমার শেষ চাদর।
যে শহরের পথে তোমার সাথে , তোমার  হাত ধরে অনেকবার ঘুরেছি,
সেখানে তোমার সাথে  শেষবারের মত ঘুরলাম,
তোমাকে ট্রাকে নিয়ে।
এ শহরে তোমার পরিচিত জনের তো শেষ নেই ,
আগের মতই তাই কিছুটা যাওয়া - আর থামা, আবার যাওয়া।
সবাই তোমাকে ফুল দিল
আমি তোমাকে আগুন দিলাম।
সেই আগুনের আলোয় বাবা তোমাকে
সবার হতে দেখলাম।