আকাশে তো জায়গার অভাব ছিলনা ,
তোমার ঘুড়িটা হাওয়ার সাথে লড়াই করে
বিজয়ী বাজের মত এই ছেঁড়া আকাশের টুকরোটায় ঘুরে চলছিল।
আমার ঘুড়িটা সাদাসিধে, উচ্চতার উচ্চাকাঙ্খা ছিলনা ,
ছিলনা আকাশ বিজয়ের দুরাশা।
এক আকাশে নানা রঙের ঘুড়ি,
একদিনের জন্য হলেও  রঙিন করে তুলে ছিল আকাশের এ প্রান্ত।
কাঁচের বাক্সে সৌখিন জলচর মাছের মত !
তবে  আমার ঘুড়িটাকে কাটলে কেন ?
বাচ্চার হাত থেকে গ্যাস বেলুন উড়িয়ে দেবার ছেলে মানুষী নিষ্ঠুরতায় ?
একবার মাটিতে পরে থাকা ঘুড়িটার লজ্জিত পরাজিত চেহারাটা দেখলে
তোমার বিজয়ের উল্লাসে টান পরতো
তোমার সাথে যে আমার লড়াইটা কোনদিন ই ছিলনা
হয়ত বুঝতে পারতে।