জীবনানন্দ লিখেছিলেন সকলেই কবি নয় কেউ কেউ কবি।  কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী 'কবিতার ক্লাস " এ তার উল্টোটাই লিখেছেন।  গানের অনুরাগীরা সবাই গাইতে যায় না , শুনেই খুশী থাকে।  কিন্তু কবিতার অনুরাগী অথচ একটাও কবিতা লেখেন নি , এমনটা বোধকরি বিরল।  রোজ ফুল ফোটার মত অনেক কবিতা লেখা হচ্ছে।  সকাল সাঁঝে শত কাজের মাঝে সে সব পড়া হচ্ছে না।  পড়লেও কবিকে জানানো হচ্ছে না , তার কোন লাইন 'প্রানের পরে চলে গেল " । কাজ টা যে ঠিক হচ্ছে না তা বলাই বাহুল্য।  তাই কিছুদিন কলমটাকে ছুটি দিয়ে খুব পড়ছি। কবিকে জানালে ভাল হত , কিন্তু সেটা আপাতত বাকি রেখেছি । ভাবছি  শুধু কবিতা পড়ে গেলেই বাকি জীবনটা বেশ আনন্দে কেটে যাবে।  যদি কখনো জীবন হুকুম করে কলম তোলো, তখন আশাকরি কালি শুকিয়ে যাবেনা।