দেখা শুধু কবিতার আসরে বা তেমনি কোনো আসরে , একসাথে আসা কবিতাকে ভালোবেসে; এমনি বাইশ জন মিলে কলকাতা বইমেলায় প্রকাশ করতে চলেছেন তাদের কবিতা সংকলন।  কবিতার মেলা ১৪২২।
সংকলনে মোট  কবিতার সংখ্যা একশ আঠেরো আর কবিরা আপনাদের পরিচিত। সর্বশ্রী অভিষেক মিত্র ,অজিতেশ নাগ , অরূপ গোস্বামী, অতনু দত্ত , অভিজিৎ মিত্র , আজিজ আহমেদ , বিভূতি দাস , বিকাশ দাস, দেবব্রত সান্যাল, দেবাশিস ভট্টাচার্য , মিতা চ্যাটার্জী , মোহন মণ্ডল, মৌলী দাস , রেনেসাঁ সাহা, রুমা ঢ্যাং, সমরেশ সুবোধ পড়্যা , শান্তনু ব্যানার্জী , শিমুল শুভ্র , শুভাশিস আচার্য ,সৌভনিক চক্রবর্তী , তানজিলা ইয়াসমিন ও তপন দাস।
"এই সংকলন শুধু একটা ছাপার অক্ষরে একটা কবিতার বই নয়, নয় বইমেলার ভিড়ে মাথা ঠাসাঠাসি করে একটা জায়গা দখলের চেষ্টামাত্র। সংখ্যার বিচারে নয়, এই সংকলনে প্রোথিত হল ২২টি সহজিয়া হৃদয়ের অবস্থান। মানের বিচারে হয়ত ‘অসাধারন’ নাই বলতে পারেন, তবে সাধারনের পাশে জায়গা দেবেনই, এটুকু আমরা বলতে পারি। "