রাত এখানে বড় মুখর , বাঙ্ময়।
ভেজাল পড়তে পড়তে আসলটা কেমন ছিল ,
কেমন হলে বেশ হয় ,
সেই বোধটা হয়ে গেছে এলেবেলে।
ত্রিফলার রুপজীবি অন্ধকারের গালে  ঠোনা মেরে
ছুটে চলে মাছ - সবজির ছোটো হাতি।
ট্যাক্সির বনেট আর খোলাপট্টির গোলাপী হাই তোলে একসাথে।
সুখী গৃহে বাথরুমে জল পড়ে কিন্তু পাতা নড়ে না।
কোনো এক এফ. এম এ অলীক কাহিনী শোনায়
আর জে হরিশ।
রাত অভ্যস্ত দক্ষতায় পুরনো সুরের সাথে এসব মিশিয়ে
চলনসই রিমিক্স বানায়।
এই আমার ঘুম পাড়ানি গান,
শীত , মশা, অনিদ্রার ওপারে
আমার জন্য অমূল্য উপহার
স্বপ্নহীন, ওষুধহীন -  মৃত্যুর মত ঘুম।