আমার নাম রাধারানী , আমিই সেই, যে মাহেশে রথ দেখতে গিয়েছিলো।
সাথী ছিলনা কেউ , সাথে ও ছিল না কেউ ,
তবু একলা যেতে আমার ভয় পাবার কোনো কারণ ছিল না ;
বৃষ্টি , অন্ধকার, অচেনা পুরুষ , কিছু থেকেই না।
বঙ্কিমবাবু যে আমার গায়ে জড়িয়ে দিয়েছিলেন
এক অমোঘ সুরক্ষার চাদর ,
আমি বালিকা আর আমার বয়স একাদশ পূর্ণ হয় নি।
বঙ্কিমবাবু, এরা অর্থ না বুঝেও তোমার বন্দেমাতরম শিখে নিল বেশ
কিন্তু শিখলো না এগারো বছরের রাধারানীকে বালিকা বলে মানতে ,
শাড়ী পড়লেও সে নারী নয়।
এটুকু পড়েই যারা টক্ শো বা মোমবাতি মিছিলের জন্য তৈরী হচ্ছেন ,
তাদের রাধারানী জানাচ্ছে , সে ঠিক আছে
কারণ দু এক বছর আগের থেকেই তার জানা ছিল
একাদশ পূর্ণ না হওয়াটা কোনো কবচ নয়।