সেদিন আকাশে ছিলো আবীর মাখা চাঁদ।
ধোঁয়া আর আগুনের প্রেক্ষাপটে ,
অস্পষ্ট মন্ত্রোচ্চারণের মাঝে ,
অবাক চোখে দুই হাতকে
এক হোতে দেখছিলে তুমি।
আর সেই লাজুক চাঁদের আলোয় ,
খোলা আকাশের নীচে
কবিতা মাখা চোখে
তোমাকে দেখছিলাম আমি।


আগুনের সাথে জড়ানো ধোঁয়া
তারপর দেখেছ অনেক বার ,
মন্ত্রোচ্চারণও  শুনেছ অনেক,
সুখে , দুঃখে , হতাশায় , বৈভবে -


যে হাত ধরে
এসেছিলে ধোঁয়া আর আগুন পার করে
এক পা এক পা করে সপ্তপদী হেঁটে -
এসো, ধরো সেই হাত আরো একবার,


সারা জীবন জুড়ে চলুক
আমাদের সপ্তপদী।  


(বেশ পুরোনো লেখা)