শীত আসতে বেজায় আলসেমি করছে,
দেখো  আমি তবু  আজ সেই সোয়েটারটা পরে এসেছি।
তোমার মনেই নেই হয়ত।
আমি কিন্তু প্রতি  বছরের মতো  দুর্গা পূজোর আগেই রোদ খাইয়ে
ন্যাপথলিনের গন্ধ কমানোর কাজটা করে রেখেছি |


কথা বলতে বলতে অভস্ত্য হাতে তুমি যখন
উলের ওপর কাঁটা  চালাতে ,
তোমাকে কোনো যাদুকরী মনে হোতো ।
আমার পিঠে ফেলে যখন আধ তৈরী সোয়েটারের  মাপ ঠিক করতে  ,
এক আপ্লুত উষ্ণতা আমাকে ঘিরে ফেলত।


আজ এতদিন পর যদি আবার প্রশ্ন কর'  ভালবাসা  মানে  কি,
কেনই বা এমন  হলো, ভালবাসার পরিনতি কি ?
বিয়ে না বিচ্ছেদ
পাওয়া না হারানো ?
কি লাভ , আজ তো কোনো পরীক্ষা দেবার নেই ,
কারো কাছে কিছু প্রমান করার নেই
এসব নিয়ে না হয় অন্যরা  বিবাদ করুক ।  
তুমি আরও সুন্দর সুন্দর সোয়েটার বানাও
তোমার বরের জন্য ,
নাকি স্যুট ছাড়া ওনার  চলেনা !
আমার কাছে তো  ভালবাসা আজ ও
সেই নীল সাদা সোয়েটারে ঘেরা উষ্ণতা ।