আমার বন্ধু সূর্যকান্ত
কলেজ যাবার পথে পঞ্চান্ন নম্বর বাসে
গলা ছেড়ে গেয়েছিল
'নয়ন ছেড়ে গেলে চলে'
কে কি ভাবছে অহেতুক সঙ্কোচটাই ছিল না ।
গানটা তো কাউকে শোনানোর জন্য গাওয়া নয় ,
ওই মুহূর্তে  ওই গানটা ওর চাইছিল
আর ওর কিছু চাইলে
শুধু রবীন্দ্রনাথের কাছে হাত পাততো।


ফুল ফুটলে রবীন্দ্রসঙ্গীত
ফুল ঝরে গেলেও তাই ।
সুখে শোকে জয়ে পরাজয়ে
ওই একজনের সাহচর্যই ও চাইতো ।
হঠাৎ খবর এলো , ভালো নেই সূর্য ।
হয়তো নিভে যাবে ,
আঁধারেই কি তার পরশ থাকবে ?


সব হেসে উড়িয়ে বললো সূর্য 'আমি আছি ।
আমি ছাড়া ত্রিভুবনেশ্বরের
প্রেমটা মিছে হয়ে যাবে যে ।