বাইরে ছেড়ে ঝরাপাতার মতন,
আলতো বেগে ঘরে ঢুকে এলে ।


নিজেকে পরিস্কার করলে সময় ধরে;
অনেকদিন বাদে একটু সময় পেয়েছো হয়তো।
ব্যাগ থেকে কবিতার বই
উঁকি দিল তোমার চোখে ।


পড়বে বলে ধৈর্য্যের সীমা ভেঙে দিলে এক নিমেষে।
পড়তে পড়তে পড়ে ফেললে
কবির আবেদন-


তুমি চোখ বন্ধ করে
কবিতার দিকে তাকিয়ে বসো স্থিরশীলা নারী;
থাকুক, থাকুক সুখ খোলা ।


বাইরে অস্থির বেগে বৃষ্টি যদি ঝরে ঝরুক।
আজ আর তুমি কবিতা পড়ো না,
আজ কবিতা তোমায় পড়ুক।