এই যে বসবাসের কথা ভাবছো,
এই যে ভাবছো ব্যথা চিরে তমসা সিক্ত ঘর।
এই যে জাহাজ বুক সহজিয়া হয়ে ডাক দিচ্ছে দূরের...
আক্রান্ত হচ্ছে আবারও সেই নিরপরাধ বন্দর..!!


এই যে ভাবতে ভাবতে অতল গভীরে...
সমুদ্র ছুঁয়ে মন, দুঃখ বাজায় ফের ;
এই যে রঙিন, এই যে সাদাকালো
এক এক করে জমি পুড়ে যায় স্বপ্ন আমাদের।


এই যে তোমার তোড়ায় আমার ইলেকট্রিক বাতি...
জ্বলা নেভার সূচনা নিয়ে বারবার যায় আসে।
এই যে কতবার ধ্বংস সুতোর টানে..
পোশাকি শরীর রাংতায় পোড়ে ধূসর সর্বনাশে।


সেসব কথা নেহাতি খালি নষ্ট উপন্যাসে...
ভাবনারা সব বাণিজ্য নিয়ে বীতিহোত্র জীবন নামক লাশে।
খুব ম্যচিওর হয় না কিছুই...ফুটো আইনের লৌহ-বিকার ;
সময় আসলে ঘাতক বড়ো, ফিরে না আসাই ন্যায্য স্বীকার।