এসো আমরা শুধু দ্বন্দ্ব করি রাজনৈতিক চালে..
এদিক সেদিক ভরলে ভরুক আকন্ঠ জঞ্জালে।


জনসভায় সাজাই ঘুটি, হুমকি ছাড়ি জোরে।
নৈতিকতা গুলে খেয়েনি, সেসব যাক সরে।


জীবন যদি বিপন্ন হয়, ছাড়বো না তবু অহম
উল্টে বরং আরও খানিকটা বাড়িয়ে দেব গরম।


গরমাগরম পরিবেশে, হবে ওলট-পালট সব।
ফাঁকতালে মোরা রটিয়ে দেব সাজানো গৌরব।


তারপরে তো মিডিয়া আছে, দেখিয়ে দেবে ওরা।
প্রথম পাতায় ছাপাবে খবর, যেগুলো আনকোরা।


একটা ইস্যু পেলেই খালি, বানিয়ে দেব লাশ...
আমাদের আর ওদের লোকে, বাঁধাবো সন্ত্রাস।


গুছিয়ে নেব নিজের আখের, যতটা পারা যায়..
গরীবেরা ভোটার শুধু ; মরলে, আবারও জন্মায়।