দু 'জনের সামনে মুশলধারায় বৃষ্টি হচ্ছে।
পেছনের সমস্ত পথ বন্ধ।
বৃষ্টিতে ভিজলে প্রত্যাখান করতে পারে দুটি পরিবার।


দশবছর তারা এভাবেই দাঁড়িয়ে আছে ।
সব কটা নৌকো কাটা গেছে অশান্ত ভুল চালে।
জলের বিশ্লেষন রিপোর্ট ,খুইয়ে গেছে স্রোতে।


বৃষ্টিও থেমে গেছে অপরিসীম ক্লান্তিতে।
এদিকে দুটো পরিবার শব্দচ্ছকের পেছন পাতায়
সেরা পাত্রের খোঁজে।


একলা একলা ঘরে,
দুজনে এখন বুঝতে শিখছে..
কালের নিয়মে বৃষ্টি থেমে গেলেও
বৃষ্টিবিদায়ী আকাশ কখনও কখনও মেঘলাও থেকে যায়।