প্রকৃতি-মনুষ্যজাতি অটুট বন্ধন
আদিম যুগ থেকেই আসছে এ প্রথা
আধুনিকতায় সবে করছে খণ্ডণ
নানা ভাবধারা নিয়ে বলছে যে কথা।
ধনের লোভে ক্ষনিকে রুপান্তর মন
বিশ্বপ্রকৃতির মতো নেই কোন দাতা,
আশ্রিত মোরা প্রকৃতি কোলে, তিনি মাতা
রক্ষা করবো মোরা, এ করি সবে পণ।
ওজোন স্তর করবো না যে আর ধংস
বিশ্বউষ্ণায়ন সবে মোরা যে রুখবো,
বাড়বে যে ভবে বিশ্ব প্রকৃতির বংশ
মোরা যে মোদের ভাবী পিড়ীকে শেখাবো,
প্রকৃতি রইলে রবে এ ভবে মনুষ্য
ভাবিয়া করিও কাজ করিয়া না ভাবো।