আবার ধরা মাঝে পূর্ণ হাসিবে যে রাস্তাঘাট
আবার ভবে দ্রুত বেগে খুলিবে যে দোকানপাট,
আবার সকল ক্ষুধার্তরা পাইবে যে দু-মুঠো ভাত
আলোক রশ্মি দূর করিবে অন্ধকারাচ্ছন্ন রাত।


আবার মোদের ভারতবর্ষ হাসিবে যে পুনরায়
রাখাল ছেলে চরাইবে যে ধেনু নতুন মোহনায়,
আবারও যে শঙ্খ ধ্বনি বাজিবে এ বাতাসে
দেখা পাবে রাস্তায় পথিক যাচ্ছে হেসে আর ভেসে।


অপেক্ষা শেষ এবার বাধা বিঘ্ন হবে অতিক্রম
ঝরণার রুদ্ধ গতি আবার ছুটিবে যে ঝম ঝম ঝম,
ফুলের কলি প্রস্ফুটিত হবে চোখের পলকে
আবারও যে হয়ে উঠবে পুরো বিশ্ব ঝকঝকে।


আবারও যে শুরু হবে সুস্থ জীবনযাত্রার পথ
আগুয়ান যে হবো মোরা নিয়েছি যে এ শপথ,
পূর্ণ হবে এ মনস্কাম ধৈর্য রাখলে হবে সব
আবারও যে হাসিবে এ ভারতবর্ষ হবে রব।