জেগে থাকো বেঁচে রবে, ভালো রবে তুমি
শস্য শ্যামলায় যে ভরে উঠবে সকল ভূমি,
শুয়ে যদি থাকো তুমি রবে তুমি শুয়ে
কেড়ে নিবে সকল কিছু ভালোবাসায় ছুঁয়ে।
এটাই নিয়ম সংসারেতে, মানো আর নাই মানো
নাহি যদি জানো তবে, দেখে শুনে জানো,
হুশিয়ার থাকো না হলে খাবে নিজের ঘিলু
চোখ কান খোলা রেখে,তবে তুমি নামো ঢালু।
বসে আছে কতো পাজী ঠকাতে যে তোমায়
হুশিয়ার হও আগে পরে কেঁদো না যে হায় হায়।