কতো কিছু মনে ভুলে যাই ক্ষণে
সময়ে কিছুই পাই না যে সনে
এদিক ওদিক ঘুরি বার বার
জানি না কী যাই খুঁজে।
বুঝি বহু কিছু্ আর নয় কিছু
জানি না কীসের করে যাই পিছু
চোখে নেমে আসে শুধুই আঁধার
কবে নেবো আলো বুঝে।
চলি আলোকের সন্ধানে ছুটে
কতো আশা যায় ক্ষণিকেই টুঁটে
আপনারে আমি আপনার মাঝে
রাখিব কেমনে ধরে।
জানি না কোথায় নিজেকে হারাই
কোথাও যে আর কবে হবে ঠাঁই
কেমন করিয়া নিজেরে সাজাই
এই সময়ের তরে।।