বিশ্ব পরিবেশ দিবসে, গাছ যে লাগায় সবে
ক'জন আছে যত্ন নেয় সে ভালোভাবে ভবে।
ছবি তুলে অনেকজনে দেখায় মানুষ জনে
একই হাতে ধংস করে, বিস্তার কমায় বনে।


গাছ লাগালেই আপন কর্ম হয়ে যাবে কি শেষ
এমন ভাবে চলতে থাকলে সবুজ হবে নিঃশেষ।
গাছ লাগালে সবাই মিলে নিতে হবে যত্ন
গাছ যে মোদের জীবন মাঝে মূল্যবান এক রত্ন।


রত্ন কে যে বারে বারে, আগলে রাখতে হবে
সময় মতো ব্যবস্থা যে, নিতে হবে সবে।
সন্তান সম পালন করে বড়ো করতে হবে
তবে ধারাবাহিকতা সদা বজায় রবে।


গাছের প্রতি কৃতজ্ঞতা সবার উচিত থাকা
গাছ যে মোদের আশ্রয়দাতা ,তাহা বিনে ফাঁকা।
সবার উচিত বড়ো করা রক্ষা করা যে গাছ
তবে হবে জীবন ভরা, হাসি খুশির যে নাচ।