এসেছে যে ভাই রথযাত্রা 
এনেছে সে কি আনন্দ! 
আনন্দেতে আত্মহারা 
পাচ্ছে সবাই খুশির গন্ধ। 


পুষ্পবৃষ্টি সনে নিয়ে 
উদয় হবেন যে সুভদ্রা,
বলরাম আর জগন্নাথ যে,
হাসি মনে খুশি সদা। 


দেখবে সবাই নীল আকাশে 
সপ্ত রঙের কতো খেলা,
আনন্দের যে এই  রথযাত্রা 
খেলবে সবাই, বসবে মেলা। 


রথ যে টানবে পথের পথিক 
আরো কতো শত জনে,
চলবো মোরা সবার সনে 
সত্যের ছোঁয়া লাগবে মনে।