আগে আগে বলভদ্র হলুদধ্বজে চড়ে
চৌদ্দ টি যে চাকা তাতে, চৌদ্দ ভুবন গড়ে।
তিনি হলেন সবার গুরু, তিনি তাদের দাদা
কেহ যে নেই এমন তাহার পথে দেবে বাধা।
মধ্যে চলেন সুভদ্রা যে পদ্মধ্বজে চড়ে
বারো টি যে চাকা তাতে যায় তা গড়ে গড়ে,
ভজন চলে বারো মাস যে তিনি তাতে জ্ঞানী
একত্রিশ হাত যে উচ্চ তার রথ, ভক্তিমহারানী।
সবার শেষে জগন্নাথ যে কপিধ্বজে চড়ে
ষোলো টি তার চাকা, দুইশ ছয় কাঠে তা গড়ে,
ষোলো চাকা -- দশ ইন্দ্রিয় ষঢ় রিপু মান্য
রথের দড়ি বাসুকি তাই ছুঁয়ে সবাই ধন্য।।
রথের সনে মানব দেহের সম্পূর্ণ মিল আছে
সবার শেষে শ্রী চৈতন্য বিভোর হয়ে নাচে।।