সজাগতা
                দেবাশীষ দেব
বাঁচতে হলে রোগের থেকে
ব্যায়াম করো দিনে রাতে,
সজাগতা আনো মনে
তবে থাকবে খুশি, সাথে।


ব্যায়াম হলো বাঁচার তরে
অবিচ্ছেদ্য পন্থা সবার
তাহা বিনে নাহি গতি
মানতে হবে জীবনে হার।


নতুনত্ব আনতে হলে
মানতে হবে নিয়ম নীতি
করতে হবে শরীরচর্চা
গড়তে হবে নতুন রীতি। ।


সচেতন যে হতে হবে
তাহা বিনে নাহি গতি
সৎ অভ্যাস যে করতে হবে
তবে হবে দক্ষ মতি।