তরুণ তরুণী সব               বাংলা ভাষার গৌরব
             এ ভাষা উদ্ধারে ছিলো লীন----
  অভয় হয়ে তাহারা               জয় করেছে সহারা
            ঊনিশে মে ছিলো রে সে দিন।
  লহর উঠেছিলো রে          পথে ঘাটে দ্বারে দ্বারে
        ছিল মনে জমে ব্যথা, ছিলো বহু ঋণ ----
  সব বাঁধ ভেঙে তারা             তুলেছিল নব সাড়া
       ভুলি নাই, ঊনিশে মে ছিলো রে সে দিন।
  ‌প্রাণ হলো ঝরা পাতা         বন্ধ হলো সেই খাতা
           তাদের তুলনা এই ভবে সীমাহীন--
অ, আ, ক, খ দিয়ে গেলো কতো প্রাণ কেড়ে নিলো
       ভুলি নাই, ঊনিশে মে ছিলো রে সে দিন।
  ত্রিশ লক্ষ্য নর নারী           ছুটেছিল সারি সারি
         রেখেছিলো তারা এই ভাষা অমলিন,
গেয়েছিল মাতৃ ভাষা         তারা পুরিয়েছে আশা
       ভুলি নাই, ঊনিশে মে ছিলো রে সে দিন।
  স্তব্ধতার ভেঙে দ্বার           ছিলো খুশির জোয়ার
        এগারো প্রাণ হৃদয়ে হলো যে আসীন,
  সেই রক্ত বিনিময়ে           এসেছে সৌরভ বয়ে
       ভুলি নাই, ঊনিশে মে ছিলো রে সে দিন।
  উঠিল সেদিন সূর্য            বেজে বিজয়ের তূর্য
        তাই আজ মোরা সব হয়েছি স্বাধীন----
  সেই তাজা তাজা রক্ত       করেছিল সব ব্যক্ত
      ভুলি নাই, ঊনিশে মে ছিলো রে সে দিন।।