তোর মন পাড়ায় আমাকে রেখেছিস বেঁধে
আমিও শতকষ্টে পড়ে আছি ভালোবাসার লোভে
জায়গা হবে না তোর মনে
সেও আমি জানি
কারণ একটাই
আমি যে ভালোবেসে তোর মন ভরাতে পারিনি
তোর মন পাড়ায় জায়গা কতটুকু
আমার ভালোবাসার স্থান হয় না শুধু
মনকে যদি পোড়াতে চাও
তবে ভালোবেসে মনকে মন পাড়ায় নিয়ে যাও
একই বিশ্ব, একই দেশ, একই গ্রাম, একই পাড়া
একই বাসা, একই দেহ তবুও হয় না কেন ভালোবাসা
মন যে চায় তোর পাড়ায় থাকতে
কিন্তু শর্ত যে আছে ভালোবাসতে হবে
ভালোবেসে অনুমতি না দিলে
তোর মন পাড়ায় আমায় ঢুকতে না দিবে
তোমার মন পাড়া সাজিয়েছো কিসের দ্বারা
দেখতে পাই না বুঝতে পারি না ভালোবাসা ছাড়া
তোমার মন পাড়ায় কে কে থাকে
ভালোবেসে সকলের জায়গা কী হবে
তোর মন পাড়ায় যাবো আমি চুপটি করে
ভাল না বেসে দেখব আমি কেমন লাগে
তোমার মন পাড়ায় থাকতে দিয়ে
ভালোবাসার আগুনে কেন পুড়ালে
তোমার মন পাড়ায় যেমন রাখবে আমায়
তেমনি থাকবো শুধু ভালোবাসতে দাও আমায়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা