ভোটার কার্ড, আধার কার্ড,প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স
তারা ভালোবেসে এক এক নামে ডেকে বলে সাইলেন্স
শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম তারিখ আর নামের সংশোধন
ভালোবেসে এখনও যা kore উঠতে পারিনি সেই শোধন
ভালোবেসে এত নামের ভিড়ে
আমার আসল আর ডাকনামটাই গেছি ভুলে
হে প্রভু শুধু সান্ত্বনা পাই তোমার কথা ভেবে
জ্ঞানের ঈশ্বর হয়েও তোমাকে কতনামে ডাকে লোকে
ভালোবেসে তুমি যেমন ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান
আরও কত নাম ধরে তবে সত্যিই করুণ তোমার অবস্থার অবস্থান
মন, হৃদয়, আত্মা, পরমাত্মা,চিত্ত, আনন্দস্বরূপ জ্ঞান নিয়ে
এত নামের ভিড়ে ভালোবেসে তুমি থাকো মহাসুখে
তবে আমি কেন ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট হয়ে
আমার নামের দুঃখ যাই না ভুলে
সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা হয়ে ভালোবেসে তোমার যদি হয় এত সহ্য ক্ষমতা
তবে আজ থেকে মুছে যাক আমার নামের প্রতি ছিল যত মোহের মমতা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা