বেওয়ারিশ লাশ পড়ে থাকে অপরাধপ্রদেশে
জ্ঞানকে ভাল না বাসলে তার খেসারত দিতে হবে পদে পদে
আমি ভালোবাসি ঝর্ণা কলম না ডট পেন
যা পরিবেশ বান্ধব বলে হয় আপন
হিমেল হাওয়ার অনুভূতি লাগে যেমন শরীরে
তেমনি জ্ঞানের প্রতি ভালোবাসা উঠে আসে হৃদয় থেকে
ভালোবেসে জ্ঞানের ভিতটাকে যথেষ্ট শক্তিশালী কর
আর অজ্ঞানের ঠুলি সরিয়ে খোলা চোখে দেখ
নিজেদের প্রয়োজন, সামর্থ্য এবং বিচারবুদ্ধি অনুসারে
জ্ঞানকে ভালোবেসে অন্তরের অন্ধকার যত বাধা যাও পেরিয়ে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা